গোলাপগঞ্জ যুবদল নেতা জিলুর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর ২য় মৃত্যুবার্ষিকী শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর নিজ বাড়িতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দিনের শুরুতে সিলেট জেলা যুবদল ও স্থানীয় নেতৃবৃন্দ মরহুম জিলু আহমদ দিলুর গ্রামের বাড়িতে যান। সেখানে তাঁরা মরহুমের কবর জিয়ারত করেন এবং কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের পক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সিলেট জেলা ও উপজেলা যুবদল ও বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেলু, সিলেট জেলা যুবদলের ১ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহŸায়ক অ্যাডভোকেট মানুন আহমদ রিপন, যুগ্ম আহŸায়ক মোঃ সালাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুল আজিজ মুন্না, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আলী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর