সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল আম্বিয়ার বিরুদ্ধে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র নুরুল আম্বিয়াকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
মঙ্গলবার বিকেলে নুরুল আম্বিয়া গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–৮৭১) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, ২১ অক্টোবর সকালে আছিয়া খাতুন মাদানি একাডেমির প্রধান শিক্ষক মারুফ আহমদের ফেসবুক আইডিতে প্রবেশ করে জানতে পারেন যে, একটি ভুয়া অ্যাকাউন্ট “হক কথা” ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া আরও কয়েকটি ভুয়া আইডি থেকে কটূক্তি, মিথ্যা তথ্য প্রচার, হুমকি ও অশালীন মন্তব্য করা হচ্ছে।

নুরুল আম্বিয়া জানিয়েছেন, চেষ্টা সত্ত্বেও অপপ্রচারকারীদের সনাক্ত করতে পারেননি। জিডি করার পর তিনি ৩০-৪০ জন সন্দেহভাজনের নামও থানাকে জানিয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মোল্লা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে সাইবার ইউনিটের সহায়তা নেওয়া হবে।
স্থানীয়রা নুরুল আম্বিয়াকে একজন সমাজসেবী ও শিক্ষা-উদ্যোগী ব্যক্তি হিসেবে উল্লেখ করে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।
সিলেট জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলের এস. এম. আবু ফরহাদ বলেন, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মানহানি, হুমকি ও বিভ্রান্তি ছড়ানো সাইবার সিকিউরিটি আইনে দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলছেন, নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত হলে প্রমাণসহ থানায় বা অনলাইন জিডি পোর্টালে অভিযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপপ্রচারকারীদের শনাক্তে কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।