সিলেটে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
২ জুলাই ২০২৫, ৪:০১ পূর্বাহ্ণ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী তবারক’ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার ফাটাপইন গ্রামের মৃত আলহাজ আলীর ছেলে মো. তবারক আলী (৩৭) ও তার সহযোগী স্ত্রী সাবিনা আক্তার (২৯)।

জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে সিলেট ওসমানী নগর আর্মি ক্যাম্পের আওতাধীন সিলেট জেলার বিশ্বনাথ থানার ফাটাপইন এলাকার শীর্ষ সন্ত্রাসী তবারক আলী (৩৭) ও তার সন্ত্রাসী কার্যক্রমে সহযোগী স্ত্রী সাবিনা আক্তারকে (২৯) সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দা বঁটি চারটি, চাপাতি পাঁচটি, দা তিনটি, বড় ছুড়ি একটি, ছোট ছুরি ১৪টি, মোবাইল অ্যান্ড্রয়েড দু’টি, মোবাইল বাটন দু’টি, চেক বই মোট ১৬টি, মোবাইল সিম ১২টি, ডেবিট কার্ড তিনটি, নগদ টাকা ২ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তবারক আলী তিনটি মাদক মামলাসহ, নারী হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাইয়ের মোট ১৬ মামলার আসামি।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায় জড়িয়ে তবারক আলী অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

শুধু বিশ্বনাথ নয়, তিনি দেশের বিভিন্ন স্থানে তিনি ছড়িয়ে দেন ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। বিভিন্ন স্থানে তিনি ‘ইয়াবা সুমন’ নামেও পরিচিত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। একটি মামলায় ওই তবারক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরো একটি মারামারির মামলায় এজহারভুক্ত। এই দু’মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর