সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক এখন হকারদের দখলে। বিশেষ করে গত ৫-৬ মাস থেকে হকাররা বেপরোয়া হয়ে উঠেছেন। সকাল থেকে ফুটপাত দখল করে রাত পর্যন্ত তারা পসরা সাজিয়ে বিভিন্ন পণ্য বিকিকিনি করছেন। এতে অসহনীয় যানজটে নগরবাসী নাকাল হলেও কোনো উদ্যোগ নিচ্ছে না সিলেট সিটি করপোরেশন ও প্রশাসন।
ফুটপাত দিয়ে সাধারণ জনগণও চলাচল করতে পারছে না। ফুটপাতের পাশাপাশি সড়কের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে হকাররা। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারবার ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
তাই ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার দাবিতে স্থানীয় তিনটি সংগঠন গতকাল বুধবার ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে। সংগঠনের নেতা ও সদস্যরা ১০ মিনিটের শয়ন কর্মসূচি ও নগর ভবনের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ১টা থেকে এ কর্মসূচিতে বিপুলসংখ্যক লোক অংশ নেন। আয়োজক সংগঠনগুলো হচ্ছেÑ সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করেন, সিলেট নগরীর বিভিন্ন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা চালানো হচ্ছে। এসব দখলদারের কাছ থেকে নিয়মিত টাকা নেন কিছু রাজনৈতিক নেতা, সিটি করপোরেশনের কতিপয় কর্মচারী এবং পুলিশের কিছু সদস্য। এ কারণেই তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।
আয়োজকরা বলেন, ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি পালন করা হলেও ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্ণপাত করছে না। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১২ আগস্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ১৩ আগস্ট সিলেট সিটি করপোরেশনের প্রধান গেটে ৩ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জাতীয় যুব সংগঠক পদকপ্রাপ্ত ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মোহাম্মদ সাজ্জাদ খান, আমিনুল ইসলাম ডিনেস, মাওলানা আবদুর রহিম, তোফায়েল চৌধুরী, ইব্রাহিম মিয়া, মুখতার আহমেদ তালুকদার, কামাল আহমদ, নুর হোসেন, ফুজায়েল আহমদ প্রমুখ।