বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, স্বনামধন্য চিকিৎসক ডা. জুবায়দা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে পরিণত হলো এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে। সিলেট জেলা মহিলা দল, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং সিলেট জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশাল মেডিক্যাল ক্যাম্প—যা একদিকে রাজনৈতিক সৌজন্য, অন্যদিকে মানবিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত।
সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার কোহেলস কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ক্যাম্পে দুই হাজারের বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। ঢাকা ও সিলেট থেকে আগত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক নানা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। সাধারণ রোগ থেকে শুরু করে হৃদরোগ, চর্ম, শিশুরোগ, প্রসূতি ও সাধারণ অস্ত্রোপচারের পরামর্শ পর্যন্ত সবই অন্তর্ভুক্ত ছিল এই ক্যাম্পে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মহিলা দলের জেলা সভাপতি তাহসিন শারমিন তামান্না, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিকুর রহমান মহি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, এবং ছাত্রদলের সাবেক নেতা সুফিয়ান আহমদ খান।
এই আয়োজনের অন্যতম তত্ত্বাবধায়ক, সিলেট জেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেন,
“জনসেবার এই ক্ষুদ্র প্রয়াসকে আমরা ডা. জুবায়দা রহমানের মতো একজন মানবিক, শিক্ষিত, সংবেদনশীল নেত্রীর আদর্শকে সামনে রেখে উৎসর্গ করেছি।”
নেতাদের উপস্থিতি ও চিকিৎসকদের ঐকান্তিক অংশগ্রহণে আয়োজনে মিলেছে পেশাগত আন্তরিকতা, রাজনৈতিক সৌজন্য এবং মানুষের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রতিচ্ছবি। এমন আয়োজনে প্রমাণিত হয়—জন্মদিন শুধু উৎসবের নয়, হতে পারে সেবার এক পবিত্র উপলক্ষও।