লন্ডন থেকে প্রথমে সিলেট আসবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
৪ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন। এদিন সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করার কথা রয়েছে তার।

বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেটবাসী ও দলীয় সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা।

শনিবার (৩ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, সকাল ৯টায় সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন বেগম খালেদা জিয়া। তাই মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানা, ৪২ ওয়ার্ড কমিটি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হলো।


এই বিভাগের আরো খবর