ব্যারিস্টার রাজ্জাকের ইন্তেকালে তারেক রহমানের শোক

ডেস্ক রিপোর্ট
৫ মে ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।

তার ইন্তেকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক -এর ইন্তেকালে গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তার অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। তিনি সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো।’

তিনি আরে লেখেন, ‘আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করছি।’


এই বিভাগের আরো খবর