বরেণ্য বুযুর্গ শায়খুল হাদীস আল্লামা হাফিজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (রহ.)’র নামানুসারে মাওলানা মুহিবুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত বালাগঞ্জ উপজেলার গহরপুর চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসার ২০২৩-২৪ সালের বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৫ মে) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল জলিল। কৃতি শিক্ষার্থীদের জন্য সকল পুরস্কার স্পন্সর করেন ঐতিহ্যবাহী গহরপুর দেওয়ান পরিবারের সন্তান, বিশিষ্ট কবি দেওয়ান এহছান কবির চৌধুরী