সৌম্যর চোট, তবে শঙ্কা নেই

ডেস্ক রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪০ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় চৌধুরীর একটু লাফিয়ে ওঠা বল ডিফেন্স করার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। লাফিয়ে উঠে ডিফেন্স করতে গিয়ে হাতে ব্যথা পান। এই বাঁহাতি ব্যাটার চোট পেলেও সেটা নিয়ে শঙ্কা থাকছে না।

দিন কয়েক আগে আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন সৌম্য সরকার। ওই ইনজুরির কারণে বিপিএলের শুরুর বেশ কয়েক ম্যাচে মাঠের বাইরে ছিলেন। সেই ইনজুরির জায়গায় ফের ব্যথা পেয়েছেন সৌম্য।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালে ইনজুরিতে পড়েন সৌম্য। হাতে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে দৌড়ে গিয়ে শুয়ে পড়েন সৌম্য তাতে মনে হচ্ছিল হয়তো বড় কোনো ইনজুরিতে পড়েছেন। পরে জানা যায়, সাম্প্রতিক সময়ে যে ইনজুরি থেকে সেরে উঠেছেন সেখানেই ব্যথা পেয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর