রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ১২ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনের কথা বলেছেন। দুই নেতাই যুদ্ধ বন্ধের বিষয়ে সম্মত হয়েছেন। কারণ, দুজনই জানিয়েছেন তারা শান্তি চান। আর মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পও শান্তি ফিরিয়ে আনার পক্ষে। আর এ কারণে আলোচনার জন্য শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তার বিশ্বাস পুতিন সত্যিকার অর্থেই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে আগ্রহী।
দুই নেতার প্রথম সাক্ষাতের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদি আরবকে। আর এজন্য সৌদি আরবের রিয়াদে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বৈঠক নিয়ে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
চলতি মাসেই এই বৈঠক অনুষ্ঠিত হবে কি না সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় এখনো ঠিক হয়নি, তবে এটি খুব তাড়াতাড়িই হবে। এই যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন অর্থাৎ রাশিয়ার কাছে শক্তিশালী অস্ত্র আছে, তারা হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে। এখন ইউক্রেনে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তারা এরকম আগেও করেছে। তবে এবার সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান পুতিন।
পুতিন ইউক্রেনের সব ভূখণ্ড দখল করতে চান কি না ট্রাম্পের কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকরা। এর জবাবে তিনি বলেন, এই একই প্রশ্ন তিনি পুতিনকেও করেছেন। পুতিন যদি এমনটা করে তবে আমেরিকা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে বলে মন্তব্য করেন ট্রাম্প।
এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে শান্তি প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। যদিও শীর্ষ এ কূটনীতিক সতর্ক করে বলেন, এ সংঘাত রাতারাতি সমাধান হবে না। সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে রুবিও বলেন, আগামী কয়েক সপ্তাহ বা দিন নির্ধারণ করবে এই বৈঠক গুরুত্বপূর্ণ কি না। কারণ, শান্তি প্রতিক্রিয়ার বিষয়টি এক বৈঠকেই সম্পূর্ণ হওয়ার মতো কিছু নয়।
রিয়াদে উচ্চপর্যায়ের বৈঠকে আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রুবিও। তবে সেখানে ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শুধু তাই নয়, মস্কোর প্রতিনিধি কারা থাকছেন সে ব্যাপারেও নিশ্চিত নন তিনি।
এদিকে, ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য মঙ্গলবার রিয়াদে আমেরিকার প্রতিনিধি ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তবে রাশিয়ার পক্ষে থেকে প্রতিনিধিত্বকারী কারো নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নাম প্রতিনিধিদের তালিকায় অন্তর্ভুক্তি রয়েছে।
তবে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগাযোগ ইউক্রেন এবং ইউরোপে উদ্বেগ জন্ম দিয়েছে। কারণ, শান্তি প্রক্রিয়ার নাম করে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আমেরিকা ছোটাছুটি করছে এমন প্রশ্ন উঠেছে তাদের মনে।