শীতের আকাশে শরতের ছোঁয়া

আনিস মাহমুদ,সিলেট
৭ জানুয়ারি ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

পৌষের শীত। সিলেটে কয়েক দিন ধরে সন্ধ্যার পর কুয়াশা ও ঠান্ডা বাড়লেও সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের মতো সাদা মেঘ। মেঘের ভেলার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। এ যে শীতের দিনে শরতের অনুভূতি। সিলেট বিমানবন্দর ও মালনীছড়া এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।

 

১ / ৭
শীতে আকাশে শরতের মতো সাদা মেঘ।
শীতে আকাশে শরতের মতো সাদা মেঘ।
২ / ৭

সাদা মেঘে ছেয়ে গেছে আকাশ।
সাদা মেঘে ছেয়ে গেছে আকাশ।

৩ / ৭
শীতের দিনে এ যেন শরতের চিত্র।
শীতের দিনে এ যেন শরতের চিত্র।

৪ / ৭
 চা-বাগান থেকে দেখা যাচ্ছে আকাশ।
চা-বাগান থেকে দেখা যাচ্ছে আকাশ।ANIS

৫ / ৭
ঘন কুয়াশা নেই। পূর্ব আকাশে আলো ছড়াচ্ছে সকালের সূর্য।
ঘন কুয়াশা নেই। পূর্ব আকাশে আলো ছড়াচ্ছে সকালের সূর্য।

৬ / ৭
সূর্যের আলোয় সোনালি আকাশ।
সূর্যের আলোয় সোনালি আকাশ।

৭ / ৭
সকালের আকাশে মেঘের দল।
সকালের আকাশে মেঘের দল।


এই বিভাগের আরো খবর