হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্য গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে মঙ্গলবার রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার গেট অর্থাৎ ভিভিআইপি গেট দিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।
রাত ৮টার পর বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় সামলে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই সড়কে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করতে ফিরোজায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সরেজমিনে দেখা যায়, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি।