গোলাপগঞ্জ থেকে ইয়াবার চালানসহ জকিগঞ্জের আবদুল মুতলিব আটক

গোলাপগঞ্জ সংবাদদাতা
১৭ জানুয়ারি ২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ থেকে ইয়াবার চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা দেড়টার  দিকে আবদুল মুতলিব (৫২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক আবদুল মুতলিব জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। তার কাছ থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক আবদুল মুতলিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।


এই বিভাগের আরো খবর