ওমরা করতে গিয়ে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে ভর্তি বিএনপি নেতা লুৎফুর জামান বাবর।
শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবীর খান জানান, লুৎফুর জামান বাবর হঠাৎ অসুস্থ হয়েছেন। গতকাল ওমরাহ করতে ঢাকা থেকে সৌদি আরব যাবার পথে দুবাই হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করায় দুবাই হাসপাতালে তাত্ক্ষণিক চিকিৎসার জন্য গিয়েছিলেন। পরে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।