১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে একথা বলেন তিনি।

 

 

সচিবালয়ে আগুন লাগার ঘটনা উল্লেখ করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে আমরা দেখেছি সতীদাহ প্রথা, এখন দেখি নথিদাহ প্রথা।’

তিনি আরো বলেন, ‘আপনাদের বলতে চাই- রিয়ালিটি মাইনা নেন। আপনাদের আপা ফিরবে না। খুনি হাসিনার পুনর্বাসন হবে না।’

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একইসাথে বিচারবহির্ভূত হত্যকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। লাইট নিভিয়ে আলেম-ওলামাকে মেরে ফেলা হয়েছে। সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচার করতে হবে,’ বলেন তিনি।

এসময় ‘আওয়ামী লীগ ছাড়া আমাদের আর কোনো শত্রু নাই,’ বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বিবিসি

Advertisement


এই বিভাগের আরো খবর